প্রচ্ছদ ›› বাণিজ্য

রাইডশেয়ারিং খাতে নিরাপত্তা নিশ্চিতে পাঠাও-উবারের যৌথ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২২ ১৯:২৯:০৪ | আপডেট: ৩ years আগে
রাইডশেয়ারিং খাতে নিরাপত্তা নিশ্চিতে পাঠাও-উবারের যৌথ ক্যাম্পেইন

রাইডশেয়ারিং খাতে নিরাপত্তার মান বাড়ানোর উদ্দেশ্যে একটি যৌথ ক্যাম্পেইন পরিচালনার ঘোষণা করেছে পাঠাও এবং উবার। এই ধরনের সম্মিলিত উদ্যোগ রাইডশেয়ারিং খাতে প্রথমবারের মতো গ্রহণ করা হচ্ছে।

বুধবার ক্যাম্পেইনটির ঘোষণা করে রাইডশেয়ারিং সেবাদাতা দুই প্রতিষ্ঠান।

ক্যাম্পেইনের প্রথম পর্যায়ে উবার ও পাঠাও-এর সব ড্রাইভারের জন্য একটি একই ট্রেনিং মডিউল চালু করা হবে। এর লক্ষ্য হলো- ড্রাইভারদেরকে নিজেদের নিরাপত্তার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশিক্ষিত করে তোলা। মোটরযান চলাচল বিষয়ে সাধারণ নির্দেশনা, ট্র্যাফিক সংকেত ও ব্যবহারবিধি, ট্র্যাফিক ও সড়ক নিরাপত্তার নিয়ম ভঙ্গের প্রভাবসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয় এই ট্রেনিং মডিউলের অন্তর্ভুক্ত থাকবে।

পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ বলেন, আমরা বিশ্বাস করি, উবারের সাথে এই যৌথ উদ্যোগ আমাদের নিরাপত্তার উন্নত মান নিশ্চিত করতে সাহায্য করবে এবং সবার জন্য নিরাপদ রাইডও নিশ্চিত করবে।

উবার বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান আরমানুর রহমান বলেন, পাঠাও-এর সাথে সম্মিলিতভাবে কাজ করে সেবার মানকে আরও উন্নত করে তোলার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। বাংলাদেশের জনগণ, আমাদের যাত্রী ও চালকদের জন্য রাইডশেয়ারিংকে নিরাপদ করার জন্য তাদের যে লক্ষ্য, তার সাথে আমরাও একমত।