প্রচ্ছদ ›› বাণিজ্য

রাজধানীর রোজ মেরিনার্স ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২৩ ১৬:৪০:৪০ | আপডেট: ২ years আগে
রাজধানীর রোজ মেরিনার্স ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা
সিদ্দিকবাজারে অবস্থিত রোজ মেরিনার্স মার্কেট

রাজধানীর সিদ্দিকবাজারে অবস্থিত রোজ মেরিনার্স নামের মার্কেট-কাম-আবাসিক ভবনকে অগ্নি-নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এনএসআই) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করার পর এ ঘোষণা দেওয়া হয়।

এনএসআইর সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের পরিদর্শন দলে ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদার উপস্থিত ছিলেন। এছাড়া পরিদর্শন দলে এনএসআইয়ের অন্য কয়েকজন সদস্য এবং ওয়াসা, তিতাস গ্যাস ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রোজ মেরিনার্স মার্কেটে ফায়ার সার্ভিস, এনএসআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা

অধীর চন্দ্র হাওলাদার জানিয়েছেন, ভবনটিতে দুটি বেইসমেন্ট রয়েছে, যার একটিতে দোকান বসানো হয়েছে। ভবনটির ২ তলা পর্যন্ত মার্কেট এবং ৩ তলা থেকে ৬ তলা পর্যন্ত আবাসিক এলাকা। ভবনটির মার্কেট অংশে ৫০০টি দোকান আছে, যেখানে বিপুল মানুষের সমাগম হয় এবং আবাসিক অংশে ১৪০টি পরিবার বসবাস করেন।

কথা বলছেন ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদার

তিনি বলেন, ভবনটির বেইসমেন্ট, মার্কেট এবং আবাসিক অংশে অধিক অগ্নিঝুঁকি বিদ্যমান থাকলেও সেখানে অগ্নি-নিরাপত্তার সন্তোষজনক ব্যবস্থা নেই। অগ্নি-নিরাপত্তার দিক থেকে এসব কারণে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আইন অনুযায়ী অগ্নি-নির্বাপণ ও অগ্নি-নিরাপত্তামূলক ব্যবস্থা স্থাপন করার মাধ্যমে ভবনটির অগ্নিঝুঁকি কমানো গেলে ভবনটিকে ঝুঁকিমুক্ত ঘোষণা করা যাবে।