বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে নিউইয়র্ক আদালতের রায় অসম্পূর্ণ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত ৪ এপ্রিল ব্লুমবেরি এবং ইস্টার্ন হাওয়াইকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে নিউইয়র্ক কাউন্টি সুপ্রিম কোর্ট। তবে আরসিবিসি, লরেঞ্জো তান এবং রাউল তানের বিরুদ্ধে মামলার বিষয়ে কোনও রায় দেওয়া হয়নি।
এর আগে মঙ্গলবার ফিলিপাইন ডেইলি ইনকোয়ারারের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ পুনরুদ্ধারে যে মামলা করা হয়েছিল সেটি খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুপ্রিম কোর্ট। খারিজের বিষয়ে ‘কোনো এখতিয়ার নেই’ বলে উল্লেখ করেছে আদালত।
২০২০ সালে ম্যানিলা বে-ভিত্তিক সোলেয়ার রিসোর্ট এবং ক্যাসিনো অপারেটর ব্লুমবেরি রিসোর্টস কর্পোরেশনের বিরুদ্ধে মামলাটি করেছিল বাংলাদেশ ব্যাংক।
এ ব্যাপারে দ্য বিজনেস পোস্ট’র সঙ্গে আলাপকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, “আমরা অবগত যে বাংলাদেশ ব্যাংকের করা মামলাটি নিউইয়র্কের আদালতে খারিজ হয়ে গেছে। আমাদের আইনি পরামর্শদাতা রায়ের সম্পূর্ণ অনুলিপি পাওয়ার পর আমরা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেবো।”