প্রচ্ছদ ›› বাণিজ্য

রিজার্ভ তদারকির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো কাজী ছাইদুরকে

নিজস্ব প্রতিবেদক
০১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৭:৩০ | আপডেট: ১ year আগে
রিজার্ভ তদারকির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো কাজী ছাইদুরকে

অবশেষে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানকে। এখন এসব বিভাগের দায়িত্ব পালন করবেন সর্বকনিষ্ঠ ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের।

তবে অপর দুই ডেপুটি গভর্নর আহমেদ জামাল ও এ কে এম সাজেদুর রহমান খানের দায়িত্বে কোনো পরিবর্তন আনা হয়নি।

মঙ্গলবার এই দুই ডেপুটি গভর্নরের দায়িত্ব পুনর্বণ্টন করে অফিস আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর আব্দুর রউফ তালুকদারের নির্দেশে এমন রদবদল আনা হয়েছে। তবে এসব রদবদলের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

অফিস আদেশ অনুযায়ী, আবু ফরাহ নাসেরকে নতুন করে আটটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো- ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, বিদেশি মুদ্রা বিনিয়োাগ বিভাগ, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, ব্যাংক পরিদর্শন বিভাগ-৪, ব্যাংক পরিদর্শন বিভাগ-৭ ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগ। আগে এসব বিভাগের দায়িত্বে ছিলেন কাজী ছাইদুর রহমান। আবু ফরাহ এসব বিভাগের বাইরে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ ও ক্রেডিট গ্যারেন্টি ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করবেন।

ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের সঙ্গে কাজী ছাইদুর রহমানের দীর্ঘদিনের সংশ্লিষ্টতা ছিল। তিনি ২৫ বছর ধরে বিভিন্ন পদে রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগেই ছিলেন। ফলে ডলারের দাম নির্ধারণ, রিজার্ভ ব্যবস্থাপনা, ডলার বিক্রিসহ নানা ক্ষেত্রে তার কর্তৃত্ব তৈরি হয়েছিল। ডলার সংকটে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নানা সময়ে প্রশ্নও উঠেছে। এ ছাড়া ব্যাংক পরিদর্শন-৪ ও ব্যাংক পরিদর্শন-৭ বিভাগের তদারকির দায়িত্বেও ছিলেন তিনি। ব্যাংক পরিদর্শন-৭ বিভাগের অধীনে আছে সোশ্যাল ইসলামী, আল-আরাফাহ্, এক্সিম, ইউনিয়নসহ কয়েকটি ব্যাংক। এসব ব্যাংকের মধ্যে সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে সম্প্রতি বড় ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। এ ছাড়া কাজী ছাইদুর রহমানের বিরুদ্ধে কর্মকর্তাদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ রয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের শোকজের পেছনেও তার ভূমিকা ছিল। অনেকের ধারণা, এসব ঘটনায় তার ওপর নাখোশ ছিলেন গভর্নর। এ কারণে দায়িত্বে এমন পরিবর্তন এনেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের ৫০টি বিভাগের তদারকির দায়িত্বে আছেন চার ডেপুটি গভর্নর। নতুন আদেশের ফলে ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানের অধীনে থাকছে মানব সম্পদ বিভাগ-১ ও ২, ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট, ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্যাটেজি (এনএফআইএস) অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট, ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২, আইন বিভাগ ও ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স।