প্রচ্ছদ ›› বাণিজ্য

রিহ্যাব পরিচালনা পর্ষদের সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২১ ১৯:২২:২৩ | আপডেট: ৩ years আগে
রিহ্যাব পরিচালনা পর্ষদের সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
রিহ্যাবের নতুন সভাপতি আলমগীর শামসুল আলামিন

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ২০২১-২২ মেয়াদের জন্য পরিচালনা পর্ষদ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। প্রতিটি পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় প্রতিযোগীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শামসুল আলামিন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর শামসুল আলামিন (কাজল) অ্যাসোসিয়েশনের সভাপতি এবং হামিদ রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

স্কাইরোজ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক কামাল মাহমুদ প্রথম সহ-সভাপতি, নজরুল ইসলাম দ্বিতীয় সহ-সভাপতি, লায়ন শরীফ আলী খান তৃতীয় সহ-সভাপতি, প্রকৌশলী মুহাম্মদ সোহেল রানা সহ-সভাপতি (অর্থ) এবং মো. আবদুল কাইয়ুম চৌধুরী চট্টগ্রাম থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

ঢাকা থেকে কেন্দ্রীয় ভাবে নির্বাচিত ২৬ জন পরিচালক এবং চট্টগ্রাম রিজিয়ন থেকে নির্বাচিত ৩ জন পরিচালক অর্থাৎ সর্বমোট ২৯ জন পরিচালকের মধ্য থেকে অফিস বেয়ারার পদে ৭ জনকে চূড়ান্ত ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।