প্রচ্ছদ ›› বাণিজ্য

যুক্তরাষ্ট্রে একটি ওষুধ রপ্তানির অনুমতি পেলো রেনেটা

নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২২ ১৭:৩৬:০৭ | আপডেট: ২ years আগে
যুক্তরাষ্ট্রে একটি ওষুধ রপ্তানির অনুমতি পেলো রেনেটা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা লিমিটেডের রাজেন্দ্রপুর কারখানা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদন পেয়েছে। পাশাপাশি এই কারখানায় উৎপাদিত উচ্চ রক্তচাপের ওষুধ মেটোপ্রোলল টারট্রেট  রপ্তানির অনুমতিও দিয়েছে এফডিএ।

ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, Risperidone, Metoprolol Tartrat, Rolip ও Glycopyrrolate সহ রেনাটার ৬টি ওষুধ আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত আছে। 

বর্তমানে প্রায় এক ডজন দেশে রেনাটার ওষুধ রপ্তানি হচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইইউ হচ্ছে রেনেটার সবচেয়ে বড় রপ্তানি বাজার।

কোম্পানিটি আশা করছে, এই অনুমোদনের পর রেনেটা প্লেইন জেনেরিক, প্যারা আইভি এবং এনসিই-১ ফাইলিংসহ মার্কিন বাজারে প্রবেশ করবে।