ব্যাংক এবং কার্ব মার্কেটের মধ্যে মার্কিন ডলারের বিনিময় হারের চলমান ওঠা-নামার মধ্যে গেল অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ কমেছে ১৫ দশমিক ১১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ২১ দশমিক শুন্য ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের বছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম।
এর আগে, ২০২০-২১ অর্থবছরে ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, প্রবাসীরা এখন দেশে অর্থ পাঠানোর জন্য হুন্ডির মতো অবৈধ চ্যানেল নেয়ায় রেমিট্যান্স আয় কমে গেছে।