প্রচ্ছদ ›› বাণিজ্য

রেমিট্যান্সের বিনিময় হার ১০৮.৫০ টাকা, রপ্তানিতে ১০৭ টাকা

নিজস্ব প্রতিবেদক
৩১ মে ২০২৩ ১৯:১৫:৫৯ | আপডেট: ২ years আগে
রেমিট্যান্সের বিনিময় হার ১০৮.৫০ টাকা, রপ্তানিতে ১০৭ টাকা

রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের দাম বাড়ানো হয়েছে। প্রবাসী আয়ে ডলারের দাম ৫০ পয়সা বেড়েছে। প্রবাসী আয়ের ক্ষেত্রে এখন প্রতি ডলারে পাওয়া যাবে ১০৮ টাকা ৫০ পয়সা। এর আগে প্রবাসী আয়ে প্রতি ডলার ছিল ১০৮ টাকা।

আর রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম বেড়েছে ১ টাকা। রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারে পাওয়া যাবে ১০৭ টাকা। আগে রপ্তানি আয়ে প্রতি ডলার ছিল ১০৬ টাকা।

বুধবার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেডা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন এ বিনিময় হার বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।