প্রচ্ছদ ›› বাণিজ্য

রেস্তোরাঁয় খালি থাকবে ৫০ শতাংশ আসন

নিজস্ব প্রতিবেদক
০৮ আগস্ট ২০২১ ১৭:৫২:১২ | আপডেট: ৪ years আগে
রেস্তোরাঁয় খালি থাকবে ৫০ শতাংশ আসন
ছবি-দ্য বিজনেস পোস্ট

স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ আসন খালি রেখে হোটেল-রেস্তোরাঁ আগামী ১১ আগস্ট থেকে চালু রাখার অনুমতি দিয়েছে সরকার।

রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এর আগে, গত ২ আগস্ট স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে হোটেল-রেস্তোরাঁ চালু করার দাবি জানিয়েছিল বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১০ আগস্টের পর সবকিছু ধাপে ধাপে খুলবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

তবে ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প-কারখানা খুলেছে।

গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিনি-নিধেষ দেয় সরকার। সেই বিধি-নিষেধের মেয়াদ আগামী ৫ আগস্ট রাত ১২টায় শেষ হয়। এরপর আবারও বিধি-নিষেধের মেয়াদ ৫ দিন বাড়িয়ে ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত করা হয়।