সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে বিদায়ী হিসাববছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ প্রদান না করায় রোববার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকগুলির লভ্যাংশ না দেয়ার বিষয়ে কঠোর হচ্ছে। কারণ সম্প্রতি অনেক কোম্পানি তাদের শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি এবং অনেকে যথাযথ কারণ ছাড়াই বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
এ বিষয়ে বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি দিয়েছে বিএসইসি। এতে বলা হয়েছে যে কোম্পানিকে এই চিঠি জারির তিন কার্যদিবসের মধ্যে লভ্যাংশ ঘোষণা না করার পক্ষে কোম্পানিটির অবস্থান ব্যাখা করতে হবে ৩ কার্যদিবসের মধ্যে।
সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারহোল্ডারদের কোন রুপ লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি ২০১৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি বি ক্যাটাগরির অন্তর্গত। কোম্পানির পরিশোধিত মূলধন ৩৬ কোটি টাকা। সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ০.৯৭ টাকা বেড়ে আজ ৭৩.১০ টাকায় লেনদেন হয়েছে।