প্রচ্ছদ ›› বাণিজ্য

লাইসেন্স ছাড়া ডলারের ব্যবসা করলেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২২ ২০:১৪:১২ | আপডেট: ৩ years আগে
লাইসেন্স ছাড়া ডলারের ব্যবসা করলেই ব্যবস্থা

লাইসেন্স ছাড়া ডলারের ব্যবসা করলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে ডলার কেনাবেচায় কারসাজি করলে মানি এক্সচেঞ্জ হাউসের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিআইএ) সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

সিরাজুল ইসলাম বলেন, ডলারের দাম বাড়িয়ে কারসাজি করলে এক্সচেঞ্জ হাউজ ও ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও কোনো ধরনের অনিয়মের প্রমাণ পেলে বাতিল হতে পারে লাইসেন্স।

অনিয়ম ঠেকাতে বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে টিম মাঠে কাজ করছে বলেও জানান তিনি।