প্রচ্ছদ ›› বাণিজ্য

লেনদেনের শুরুতে দাপট দেখাচ্ছে বস্ত্র ও প্রকৌশল

১৬ ফেব্রুয়ারি ২০২২ ১১:৩৪:১৭ | আপডেট: ৩ years আগে
লেনদেনের শুরুতে দাপট দেখাচ্ছে বস্ত্র ও প্রকৌশল

সাখাওয়াত হোসেন সুমন

লেনদেন শুরুর এক ঘন্টায় পুঁজিবাজারে শেয়ারের দর বৃদ্ধির দাপট দেখাচ্ছে তালিকাভুক্ত বস্ত্র ও প্রকৌশল খাত। সমানতালে শেয়ারের দর বাড়ছে বিমা ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর।

বুধবার ৭ হাজার ৩৬ পয়েন্টে শুরু হওয়া লেনদেন এক ঘন্টায় পৌঁছেছে ৭ হাজার ৫৮ পয়েন্টে। এই সময়ে ডিএসইএক্স ২৩ পয়েন্ট বাড়লেও লেনদেন শুরুর ৩ মিনিটের মাথায় সূচক কমে আসায় ধাক্কা লাগে। ২৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বৃদ্ধি সেই ধাক্কা থেকে ফিরিয়ে এখন পর্যন্ত উত্থানে ছাপ দেখা যাচ্ছে পুঁজিবাজারে।

চলতি সপ্তাহের চতুর্থ দিনের লেনদেন চলছে বুধবার। এর আগের তিন দিনের লেনদেনে দুইদিনই কমেছে সূচক। সপ্তাহের হিসেবে সূচক পতনের হার বেশি দেখা গেলেও পুরো ফেব্রুয়ারি মাসে ১১দিনের লেনদেনে মাত্র তিনদিন কমেছে সূচক।

বেলা ১১ টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩১ কোটি ০৭ লাখ টাকা।

মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ব্যাংক এর সার্কুলার বলা হয়েছে, পুঁজিবাজারে সাবসিডিয়ারি কোম্পানির দীর্ঘমেয়াদি ইক্যুইটি বিনিয়োগ সীমার বাইরে থাকবে। একই সঙ্গে বাজারমূল্যের ভিত্তিতেই পুঁজিবাজারে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগসীমা নির্ধারণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে নির্দেশনায়।

বিনিয়োগাকরীদের দীর্ঘ দিনের দাবি ছিল বাজারমূল্যের বদলে ক্রয়মূল্যে শেয়ারের বিনিয়োগসীমা নির্ধারণের। এ বিষয়টি সুরাহা না হলেও অন্য যেসব বিষয় বলা হয়েছে তাতে পুঁজিবাজারে নতুন বিনিয়োগের পথ সুগম হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

লেনদেনের এক ঘন্টায় সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। প্রতিষ্ঠানটির শেয়ার দর এ সময়ে ১.৯১ শতাংশ বাড়ায় সূচক বেড়েছে ৩.৪৪ পয়েন্ট। এছাড়া বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর ১.১৭ শতাংশ বাড়ায় সূচক বেড়েছে ২.৬৫ পয়েন্ট।

এ সময়ে বস্ত্র খাতের ৮৬ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। প্রকৌশল খাতের ৭২ শতাংশ, সাধারন বিমা খাতের ৭৪ শতাংশ আর নন ব্যাংক আর্থিক খাতের ৬৭ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।