গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ হাজার ৮২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ৪২ শতাংশ হয়েছে মাত্র ১০টি বা আড়াই শতাংশ কোম্পানির শেয়ারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত সপ্তাহে ডিএসইতে ৩৮৮ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে মোট লেনদেনের ৪১.৫৭ শতাংশ ছিল ১০ কোম্পানির দখলে।
গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন ছিল বেক্সিমকোর। কোম্পানিটির ৬ কোটি ৬৩ লাখ ২৫ হাজার ৩০৫টি শেয়ার হাত বদলের মাধ্যমে ৯১১ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ১২.৮৭%।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলোর ক্ষেত্রে – ওরিয়ন ফার্মার ৯.৮৯ শতাংশ। জেএমআই হসপিটালের ৩.৭১ শতাংশ।
এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো লাফার্জহোলসিম, শাইনপুকুর সিরামিকস, বাংলাদেশ শিপিং কর্পোরেশনে, নাহি অ্যালুমিনিয়ামে, ওরিয়ন ইনফিউশন,ইস্টার্ন হাউজিং ও মালেক স্পিনিং।