প্রচ্ছদ ›› বাণিজ্য

লোকসানী কোম্পানি আজিজ পাইপসের শেয়ার দরে উলম্ফন

আনিসুর রহমান সুমন
০৪ এপ্রিল ২০২৩ ১৯:০২:৩৬ | আপডেট: ২ years আগে
লোকসানী কোম্পানি আজিজ পাইপসের শেয়ার দরে উলম্ফন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৈাশল খাতের লোকসানী প্রতিষ্ঠান আজিজ পাইপসের শেয়ারের দাম মাত্র ১১ কার্যদবিসে বেড়েছে ৩৩.১৩ শতাংশ।

গত মাসের ২২ তারিখে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮২ টাকা ৭০ পয়সা। আজ দিনশেষে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১০.১০ টাকায় লেনদেন হয়।

২০২১ সালের ১০ জানুয়ারি কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে কোম্পানিটি উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছিল সেই বছরের ১লা অক্টোবর থেকে উৎপাদনে ফিরে তারা। কিন্তু তখন বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া যায় যে কোম্পানিটির উৎপাদনে ফেরার খবরটি মিথ্যা ছিল।

এরপর ২০২১ সালের ৮ নভেম্বর আবার কোম্পানিটি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছিল। এবার, ব্যাংক লোন জটিলতা, কাঁচামাল এবং মূলধনের সংকটে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল।

২০২২ সালের ১ লা অক্টোবরে উৎপাদনে ফিরছে এমন তথ্য পিএসআই আকারে প্রকাশ করে আজিজ পাইপস কর্তৃপক্ষ। আসলে উৎপাদনে ফেরার কতটুকু সত্য তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ ব্যাপারে আাজিজ পাইপসের কোম্পানি সচিব এএইচএম জাকারিয়া দ্য বিজনেস পোস্টকে বলেন, কোম্পানিটি উৎপাদনে আছে। হঠ্যাৎ কোম্পানিটির দর কেন অস্বাভাবিক বাড়ছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কোন উত্তর দেন নি।

অক্টোবর-ডিসেম্বর ২০২২ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৯৮ পয়সা। আগের অর্থবছরে একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৬৬ পয়সা।

উল্লেখ্য, আজিজ পাইপস ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। আজিজ পাইপস ইউপিভিসি পাইপ, ইউপিভিসি দরজা ও ইউপিভিসি জানালা তৈরি করে থাকে।