প্রচ্ছদ ›› বাণিজ্য

শাখা ব্যবস্থাপকদের নিয়ে ন্যাশনাল ব্যাংকের সভা

নিজস্ব প্রতিবেদক
০৯ অক্টোবর ২০২১ ২০:৩১:৩৫ | আপডেট: ৩ years আগে
শাখা ব্যবস্থাপকদের নিয়ে ন্যাশনাল ব্যাংকের সভা

খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের সাথে ব্যবসায় পর্যালোচনা ও ঋণ আদায় সভা করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

শনিবার ব্যাংকের যশোর শাখায় এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শাহ্ সৈয়দ আব্দুল বারী।

এ সময় তিনি ব্যাংকের ২০২১ সালের লক্ষ্যমাত্রা অর্জন, ব্যবসার সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন, শ্রেণীকৃত ঋণ আদায়ে কৌশলগত পদক্ষেপ গ্রহণসহ অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোকপাত ও দিক নির্দেশনা দেন।

সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং ব্যাংকের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।