প্রচ্ছদ ›› বাণিজ্য

শাহজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৩ ১৯:২৩:৫২ | আপডেট: ২ years আগে
শাহজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণণা করেছে।

আলোচ্য বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ ডিভিডেন্ড দিবে। এর মধ্যে ১২ শতাংশ নগদ লভ্যাংশ। বাকী ৩ শতাংশ বোনাস। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৩১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪০ পয়সা।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৩২ পয়সা। এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।