প্রচ্ছদ ›› বাণিজ্য

শিল্পার ঢাকা সফর, কর ফাঁকি দিয়েছে মিরর: এনবিআর

নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২২ ১৭:১৪:৫৬ | আপডেট: ২ years আগে
শিল্পার ঢাকা সফর, কর ফাঁকি দিয়েছে মিরর: এনবিআর
শিল্পা শেঠী (ফাইল ছবি)

অনুমতি ছাড়া বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠীকে দেশে এনে আয়কর ফাঁকি দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশন লিমিটেড। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের তদন্তে এ অনিয়ম ধরা পড়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা যায়।

এনবিআর সূত্র জানায়, ‘মিরর লাইফস্টাইল ও বিজনেস ম্যাগাজিন' ভারতীয় অভিনয় শিল্পী শিল্পা শেঠীকে গত ৩০ জুলাই ঢাকার হোটেল শেরাটনে অনুষ্ঠিত বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড- ২০২২ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য অনুমতি চেয়ে গত ২২ মে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণালয় জাতীয় রাজস্ব বোর্ডের মতামত চেয়ে চলতি বছরের ১ জুন পত্র প্রেরণ করে। এনবিআরের সঙ্গে আয়োজকদের আলোচনা চলমান অবস্থায় আয়োজকরা ২৭ জুলাই লিখিতভাবে অনুষ্ঠান স্থগিত হওয়ার বিষয়ে জানায়। কিন্তু কোনো রকম আয়কর প্রদান বা অনুমতি না নিয়েই ৩০ জুলাই শিল্পা শেঠীর উপস্থিতিতে হোটেল শেরাটনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর কর ফাঁকির বিষয়ে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল তদন্তে নামে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এই বিষয়ে মিরর প্রোডাকশন লিমিটেডের স্বত্বাধিকারী শাজাহান ভূঁইয়া রাজু বলেন, আমরা এনবিআরকে নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে শিল্পা শেঠিকে এনেছি। আমাদের প্রতিষ্ঠানের ২০ বছর পূর্তি উপলক্ষে অ্যাডওয়ার্ড অনুষ্ঠানে তাকে আনা হয়েছে। তিনি বলেছেন পারিশ্রমিক নেবেন না। আমরা হোটেল, বিমান ভাড়াসহ ৪ থেকে ৫ লাখ টাকা খরচ করেছি। আমরা বলেছি এই খরচের উপর ৩০ শতাংশ হারে কর দেবো। করফাঁকি হয়নি।

তিনি বলেন, আমাদের ২০২২-২৩ করবর্ষের কোম্পানির করফাইল ক্লিয়ার। সিআইসি আমাদের ডেকেছে। বলেছে, কর অঞ্চল-৬-তে ট্যাক্স ক্লিয়ার করার জন্য। করোনার কারণে আমরা তিন বছর রিটার্ন দিতে পারিনি।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠী কুন্দ্রা গত ৩০ জুলাই সন্ধ্যায় মিরর ম্যাগাজিন ম্যাক্স শপার্স প্রেজেন্স আয়োজিত বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে অংশ নিতে ওই দিন সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছান অভিনেত্রী। এরপর রাজধানীর হোটেল শেরাটনে রাত ৮টায় মূল অনুষ্ঠানে যোগ দেন। এ সময় ৪০ জন সেরা লিডারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন শিল্পা।