প্রচ্ছদ ›› বাণিজ্য

শীর্ষ আয়করদাতার সম্মাননা পেলো ইবিএল

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:০৪:৫২ | আপডেট: ৩ years আগে
শীর্ষ আয়করদাতার সম্মাননা পেলো ইবিএল

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবিরের কাছ থেকে শীর্ষ আয়করদাতার সম্মাননা সনদ গ্রহণ করেন ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার।

বৃহৎ করদাতা ইউনিটকে ২০২০-২০২১ অর্থবছরের জন্য প্রদত্ত রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা (২৪,০০০ কোটি টাকা) অর্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের স্বীকৃতিস্বরূপ গত মঙ্গলবার ইবিএলকে এ সম্মাননা প্রদান করা হয়।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম ও এসময় উপস্থিত ছিলেন।