প্রচ্ছদ ›› বাণিজ্য

শেয়ার দর বাড়ার শীর্ষে বেক্সিমকো লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২২ ১৯:০৪:৫৫ | আপডেট: ৩ years আগে
শেয়ার দর বাড়ার শীর্ষে বেক্সিমকো লিমিটেড

ঈদের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ দর বাড়ার শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড।

মঙ্গলবার ডিএসই তথ্যমতে, কোম্পানিটির ৩৬ কোটি ৯৬ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ২৫ লাখ ৪৮ হাজার ৮১৭টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। কোম্পানিটির ৩৯ লাখ ৭৮ হাজার ৬৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৮০ লাখ টাকা।

শাইনপুকুর সিরামিকস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৯২ লাখ ৯৭ হাজার ৩১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৫৫ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ হাউজিং, ইউনিক হোটেল, আইপিডিসি ফিন্যান্স, জিপিএইচ ইস্পাত, ওরিয়ন ফার্মা, প্রভাতি ইন্স্যুরেন্স ও জিএসপি ফিন্যান্স লিমিটেড।