প্রচ্ছদ ›› বাণিজ্য

শেয়ারবাজার নিয়ে গুজব সৃষ্টিকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
১৯ মে ২০২২ ১১:৪১:৫৫ | আপডেট: ১ year আগে
শেয়ারবাজার নিয়ে গুজব সৃষ্টিকারী গ্রেপ্তার

ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন সময় শেয়ারবাজার সম্পর্কিত নানা বিষয়ে গুজব সৃষ্টি করে বাজার প্রভাবিত করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাধারণ ডায়েরির ভিত্তিতে মঙ্গলবার ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মাহবুবুর রহমান। তাকে ব্রাক্ষ্মণবাড়ীয়া থেকে গ্রেপ্তার করা হয় বলে বুধবার বিএসইসি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।

গত ১৯ ডিসেম্বর ২০২১ইং তারিখে মো: মাহবুবুর রহমান নামক জনৈক ব্যক্তি “শেয়ার বাজার ২০২১” নামক ফেসবুক পেজ-এ পোস্ট দেন, “যে যা পারেন সেল দিয়ে বের হয়ে যান। ইনডেক্স ৫৬০০ পর্যন্ত পড়বে.........পেনিক নয় বাস্তবতা!”।

বিএসইসি’র ‘স্যোস্যাল মিডিয়া মনিটরিং সেল’এর পর্যবেক্ষণে দেখা যায়, তিনি ফেসবুক পেজ-এর মাধ্যমে বিভিন্ন সময় শেয়ার বাজার সম্পর্কিত গুজব সৃষ্টিকারী পোস্ট করে শেয়ারবাজারকে প্রভাবিত করার চেষ্টা করেন। সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে বাজার কারসাজি করাই এসব গুজবের উদ্দেশ্য। ২৩ ডিসেম্বর ২০২১ইং তারিখে মাহবুবুর রহমানের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় কমিশনের পক্ষে কমিশনের উপপরিচালক মুন্সী মোঃ এনামুল হক একটি এজাহার দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, মাহবুবুর রহমান বর্তমানে ক্যাজুয়াল কর্মচারী হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কাজ করছেন। তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার বাজার সম্পর্কিত মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেন। অভিযুক্ত ব্যক্তি উল্লিখিত কার্যকলাপের মাধ্যমে বিনিয়োগকারীদের প্ররোচনা ও প্রলুদ্ধ করে বে-আইনীভাবে লাভবান হয়ে আসছেন।