সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেষ হয়েছে লেনদেন। তিনটি সূচকের মধ্যে একটির পতন হলেও গতকালের তুলনায় এ দিন টাকার অংকে বেড়েছে লেনদেন।
ডিএসই সূত্র জানায়, লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৯৫ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে শরিয়া সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৭ পয়েন্টে। অপর সূচক ডিএস৩০ বিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৮০ পয়েন্টে।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫০৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের তুলনায় ৩৪২ কোটি টাকা বেশি। গতদিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৬৩ কোটি ৭৮ লাখ টাকার।
এ দিন, লেনদেনে অংশ নেয়া ৩৭৩টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের দাম।