প্রচ্ছদ ›› বাণিজ্য

সপ্তাহান্তে ডিএসই’র মোট লেনদেনের ১১.১ শতাংশ ২ কোম্পানির দখলে

আনিসুর রহমান সুমন
২৮ জানুয়ারি ২০২৩ ১৭:৪৪:২৫ | আপডেট: ২ years আগে
সপ্তাহান্তে ডিএসই’র মোট লেনদেনের ১১.১ শতাংশ ২ কোম্পানির দখলে

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩ হাজার ৫০ কোটি ১৯ লাখ ৪৭ হাজার ৬১৫ টাকার শেয়ার। এ পরিমাণ লেনদেনের ১১.১ শতাংশ করেছে আইটি খাতের দুই কোম্পানি। কোম্পানিগুলো হলো জেনেক্স ইনফেসিস লিমিটেড এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফেসিস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২২০ কোটি ২০ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এটা ছিল গত সপতআহেরর ডিএসই’র মোট লেনদেনের ৭.২২ শতাংশ।

আইটি খাতের আরেক কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড গত সপ্তাহে ১১৮ কোটি ২৯ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেনে করেছে। এটা ছিল গত সপ্তাহের ডিএসই’র মোট লেনদেনের ৩.৮৮ শতাংশ।

এই দুই কোম্পানিসহ ১০ কোম্পানি গত সপ্তাহের মোট লেনদেনের ৩৫.০৬ শতাংশ লেনদেন করেছে।

কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড,বসুন্ধরা পেপার মিলস, সী পার্ল বীচ, ইস্টার্ণ হাউজিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স,জেমিনি সী সী ফুড, ইউনিক হোটেল ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

সপ্তাহের ব্যবধানে ডিএসই’ প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯৬ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২২ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩০ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪ পয়েন্টে অবস্থান করছে।