প্রচ্ছদ ›› বাণিজ্য

সপ্তাহান্তে সবচেয়ে বেশি দর বেড়েছে রহিমা ফুডের

নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২২ ১১:৪৩:২৯ | আপডেট: ৩ years আগে
সপ্তাহান্তে সবচেয়ে বেশি দর বেড়েছে রহিমা ফুডের

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর বেড়েছে ৩২.০১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে রিং শাইন টেক্সটাইল লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৬ দশমিক ৯৭ শতাংশ।

আরামিট লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ২৬ দশমিক ৫১ শতাংশ।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং, সোনার বাংলা ইন্স্যুরেন্স, জেমিনি সী ফুড, তমিজ উদ্দিন টেক্সটাইল, ইস্টার্ন লুব্রিকেন্টস, বিডিকম অনলাইন ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।