প্রচ্ছদ ›› বাণিজ্য

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৮.৫৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২২ ১১:২১:৩৮ | আপডেট: ৩ years আগে
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৮.৫৫ শতাংশ

ডিএসইতে গত সপ্তাহে ৩ হাজার ৯২৬ কোটি ১২ লাখ ৪৬ হাজার ৯৪১ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৪ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ১২০ হাজার টাকা। সে হিসেবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৮.৫৫ শতাংশ।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২১৩ দশমিক ৫৫ পয়েন্ট বা ৩ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৬ হাজার ৪৫১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৩৫৬টির, কমেছে ২২টির। আর ৯টির দাম ছিল অপরিবর্তিত।

গত সপ্তাহে বাজার মূলধনের শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪৮ দশমিক ৩০ পয়েন্ট বা ২ দশমিক ০৯ শতাংশ বেড়ে ২ হাজার ৩৫৫ দশমিক ৬৮ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪২.০১ পয়েন্ট বা ৩ দশমিক ০৬ শতাংশ বেড়েছে।