গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১ হাজার ১৩২ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৫১ টাকার শেয়ার। অর্থাৎ আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৭২ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার ২০৮ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৫.৬৫ শতাংশ লেনদেন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ১২ দশমিক ৮৫ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৩ পয়েন্টে অবস্থান করছে।
আলোচিত সপ্তাহে বাজার মূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১ দশমিক ৯০ পয়েন্ট কমে ২ হাজার ১৯৩ পয়েন্টে নেমেছে।
অপরদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৩ পয়েন্টে।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ১৩৩টির। আর ২০৫টির দাম ছিল অপরিবর্তিত।