নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতির মধ্যে মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
শুক্রবার থেকে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ২০-২৫ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে আমদানি করা পেঁয়াজ না থাকায় দাম বাড়তে পারে।
তবে পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সম্পাদক শ্যাম বাজার বণিক সমিতির সহ-সভাপতি হাজী মোঃ মাজেদ বিজনেস পোস্ট’কে বলেন, প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে দুই দেশেই পেঁয়াজের দাম বেশি, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশে।
স্থানীয় পেঁয়াজ বর্তমানে মানের উপর নির্ভর করে পাইকারি প্রতি কেজি ৩৮ টাকা থেকে ৪১ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান এ ব্যবসায়ী নেতা।
তিনি আরও বলেন, বাজারে নতুন পেঁয়াজ আসায় এক মাসের মধ্যে দাম কমতে পারে।
পেঁয়াজ ছাড়াও শাক-সবজি ও চালের দামও বেড়েছে; যার ফলে ক্ষতির মুখে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।
শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও চলতি সপ্তাহে সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। দাম বৃদ্ধি নিয়ে হতাশা প্রকাশ করেছেন বেশ কিছু ভোক্তা।
টমেটো বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ২০-২৫ টাকা। শিম প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে, যা এক সপ্তাহ আগে ৪৫ থেকে ৫০ টাকা।
করল্লা প্রতি কেজি ৮০-১০০ টাকায় বিক্রি হয়েছে, যা গত সপ্তাহে ছিল ৭০-৯০ টাকা। ফুলকপি প্রতি পিস ৪০-৪৫ টাকায় বিক্রি হয়েছে, যা এক সপ্তাহ আগে ছিল ৩০-৩৫ টাকা।
গত কয়েক সপ্তাহ ধরে দাম স্থিতিশীল থাকা বেগুন বিক্রি হয়েছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে। বাঁধাকপি আকার ও মানের ভিত্তিতে প্রতি পিস ৩০-৪০ টাকায় বিক্রি হয়েছে।
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আসলাম মিয়া বলেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সব সবজির দাম বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাজারে। তবে দাম বাড়ার সঠিক কারণ জানেন না বলে জানিয়েছেন অনেক ব্যবসায়ী।
অন্যদিকে মৌসুম শেষ হতে না হতেই বাড়তে শুরু করেছে চালের দাম।
মিরপুর-১ এর সুমন রাইস এজেন্সির মালিক মোঃ সুমন দ্য বিজনেস পোস্ট-এর সাথে আলাপকালে জানান, চলতি সপ্তাহে পাইকারি বাজারে চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে।
তিনি বলেন, পাইকারি বাজারে মিনিকেট বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৮ থেকে ৬৩ টাকা এবং খুচরা বাজারে ৬০ থেকে ৬৫ টাকায়।
নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৮ টাকায়। তবে প্রিমিয়াম কোয়ালিটিরটা পাইকারি বাজারে প্রতি কেজি ৬৪-৭০ টাকা এবং খুচরা বাজারে ৬৬-৭৩ টাকায় বিক্রি হচ্ছে।
মিরপুরের চিস্তিয়া রাইস এজেন্সির মালিক নুরুল ইসলাম বলেন, ‘ধানের মৌসুম শেষ হওয়ায় দাম বাড়ছে। এপ্রিল বা মে মাসে দাম কমবে কারণ তখন বাজারে নতুন চাল পাওয়া যাবে।’