প্রচ্ছদ ›› বাণিজ্য

সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫২.৭২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২২ ১৫:০৯:৫৪ | আপডেট: ২ years আগে
সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫২.৭২ শতাংশ

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন বেড়েছে ৫২.৭২ শতাংশ।

সদ্য বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৫ হাজার ৪৭২ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৮৯১ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা এর আগের সপ্তাহে ছিলো ৩ হাজার ৫৮৩ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৯৫৬ টাকা। সে হিসেবে গত সপ্তাহে লেনদেন বেড়েছে ৫২.৭২ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সময়ে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১২ দশমিক ৮২ পয়েন্ট কমে ২ হাজার ২৫২.৯৯ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১০.১০ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেনেকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৪৬টির। আর ২২২টির দাম ছিল অপরিবর্তিত।