ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববারের মতো অধিকাংশ খাতের দরপতনের ধারা অব্যাহত ছিল সোমবারও। এদিন লেনদেনের শুরুতে তিনটি সূচকেরই পতন হয়। সেইসাথে আরও কমেছে লেনদেনের পরিমাণ।
লেনদেন শেষে দেখা যায়, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, আইটি, ব্যাংক, প্রকৌশল, খাদ্য এবং তেল ও বিদ্যুৎ, সিমেন্ট, জুটসহ সিংহভাগ খাতের কোম্পানিগুলোর দর কমেছে।
এদিন, সেবা ও আবাসন আর টেলিকমিউনিকেশন খাতের একটি কোম্পানির দরও বাড়েনি।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। যা গতকালের চেয়ে ২১৫ কোটি টাকা কম। রোববার লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার।
সোমবার ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, দর কমেছে ২৯৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের দর।