ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড। আজ শেয়ারটির দর ৮০ পয়সা বা ২ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার কোম্পানিটি সর্বশেষ ৩৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
ইয়াকিন পলিমার লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ১.৯৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
কাট্টালি টেক্সটাইল লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৫০ পয়সা বা ১.৯৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৭০ পয়সা লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা, রিপাবলিক ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স,কুইন সাউথ টেক্সটাইল ও সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।
আরও পড়ুন- দর বাড়ার শীর্ষে স্ট্যান্ডার্ড সিরমিকস