ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড।এদিন শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ। সর্বশেষ শেয়ারটি ৪৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা বা ৯.৬২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আরও পড়ুন- ব্যাংক, টেক্সটাইলসহ বেশিরভাগ খাতের দর বৃদ্ধি
তালিকার তৃতীয় স্থানে রয়েছে এমবি ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪২ টাকা ৯০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পেপার প্রসেসিং, রেনউইক যজ্ঞেশ্বর, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, আজিজ পাইপস, সোনালী পেপার, বিডি মনোস্পুল ও একমি পেস্টিসাইডস লিমিটেড।