প্রচ্ছদ ›› বাণিজ্য

সবাইকে সঙ্গে নিয়ে বাজেট বাস্তবায়নের অঙ্গীকার অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২১ ১৭:৫৯:২৩ | আপডেট: ৪ years আগে
সবাইকে সঙ্গে নিয়ে বাজেট বাস্তবায়নের অঙ্গীকার অর্থমন্ত্রীর

দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের অঙ্গীকার করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুক্রবার বিকেলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি এ অঙ্গীকার করেন। এছাড়া প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

এ সময় সংবাদ সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির সংযুক্ত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন: 'বিশ্বময় করোনাভাইরাসের সময় দেশের বিশাল জনগোষ্ঠী কর্মসংস্থান হারিয়েছে। অনেক মানুষের সম্পদ খরচ হয়ে গেছে। এমন একটি সংকটময় পরিস্থিতিতে বাজেট উপস্থাপন করেছি। আসুন আমরা সবাই মিলে এই বাজেট বাস্তবায়ন করি।'

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। যা মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। প্রস্তাবিত এ বাজেটে ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। যা মোট জিডিপির ৬ দশমিক ২ শতাংশ