প্রচ্ছদ ›› বাণিজ্য

সরকারি ২ ব্যাংকে নতুন এমডি

নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২২ ১৯:৪৬:২৬ | আপডেট: ২ years আগে
সরকারি ২ ব্যাংকে নতুন এমডি

রাষ্ট্র মালিকানাধীন দুইটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এসব নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জানা যায়, জনতা ব্যাংকের দুই উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বারকে বাংলাদেশ কৃষি ব্যাংকের ও শেখ মোঃ জামিনুর রহমানকে পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত মোঃ আব্দুল জব্বারকে বাংলাদেশ কৃষি ব্যাংকের ও শেখ মোঃ জামিনুর রহমানকে পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি পদে পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়েছে, ‘রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ/পদোন্নতি ও পদায়নবিষয়ক নীতিমালা ২০১৯’ ও সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নীতিমালা/ প্রজ্ঞাপন দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।