প্রচ্ছদ ›› বাণিজ্য

চলতি মাসের

সরবরাহ সমস্যায় পিছিয়ে যাচ্ছে টিসিবি পণ্যের বিক্রি

রোকন উদ্দীন
১০ অক্টোবর ২০২২ ২১:১৫:৪৬ | আপডেট: ২ years আগে
সরবরাহ সমস্যায় পিছিয়ে যাচ্ছে টিসিবি পণ্যের বিক্রি

ছয় দিন সময় বাড়িয়েও শেষ হয়নি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রি। এতে পিছিয়ে যাচ্ছে চলতি মাসের বিক্রিও।

সোমবার থেকে বিক্রির প্রথমিক সিদ্ধান্ত থাকলেও তা হচ্ছে না। চলতি মাসের বিক্রি ৫ দিন পিছিয়ে আগামী ১৬ অক্টোবর শুরু করার পরিকল্পনা নেয়া হয়েছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আরিফুল হাসান দ্য বিজনেস পোস্টকে বলেন, সরবরাহ সমস্যা ও পূজাসহ কয়েকটি কারণে গত মাসের পণ্য বিতরণই এখন আমাদের শেষ হয়নি। আগামী ১৩ তারিখ পর্যন্ত গত মাসের বিক্রি চলবে, এরপর শুরু হবে চলতি মাসের বিক্রি। জেলা প্রশাসকদেরকে আমরা সেভাবেই নির্দেশনা দিয়েছি। কয়েক দিনের মধ্যে বিজ্ঞপ্তি দেয়া হবে।’

তিনি আরও বলেন, যে কোম্পানিগুলোকে ডাল ও চিনি সরবরাহের টেন্ডার দেয়া হয়েছে তাদের প্যাকেট পণ্য সরবরাহ করার ক্যাপাসিটি কম। তাই গত মাসে সরবরাহে একটু সমস্যা হয়েছে। আশা করি চলতি মাসে এই সমস্যা হবে না। প্রয়োজনে আমরা কিছু পণ্য প্যাকেট ছাড়া ৫০ কেজির বস্তায় নিব। তবে প্যাকেট পণ্য দিলে সবারই সুবিধা। সেক্ষেত্রে প্যাকেট পণ্য দিতে আমরা সর্বাত্বক চেস্টা করবো। লোকাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে আমরা প্যাকেট পণ্যই নিচ্ছি।’

টিসিবি চলতি বছরের মার্চ মাস থেকে জেলা ও উপজেলাসহ সারা দেশে এক কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে তেল, চিনি, ডাল ও পেঁয়াজসহ ৪-৬ ধরনের পণ্য ভর্তুকি মূল্যে বিতরণ করে আসছে। প্রতিমাসের ৬-১১ তারিখের মধ্যে পণ্য বিতরণ শুরু হয়ে মাসের শেষ নাগাদা পণ্য বিতরণও শেষ হয়ে যায়। টিসিবির লোগো যুক্ত প্যাকেটে পণ্য বিতরণ কথা থাকলেও শুরুর কয়েক মাস ডাল ও চিনি ৫০ কেজির বস্তায় নিয়ে ডিলারদের নিজস্ব খরচে প্যাকেট করতে হতো। তবে গত দুই মাস সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে সরাসরি প্যাকেটজাত পণ্যই নেয়া হচ্ছে। এতে পণ্য বিতরণের ঝামেলা যেমন কমেছে তেমনি পণ্য সময়ও কমে এসেছে।

সর্বশেষ গত মাসের পণ্য বিতরণ শুরু হয় ১১ সেপ্টেম্বর। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষণ আনুষ্ঠানিক উদ্বোধনের পর দেশব্যাপী পণ্য বিতরণও শুরু হয়। তবে আগের মতো সেপ্টম্বর মাস শেষ হলেও পণ্য বিতরণ শেষ করতে পারেনি টিসিবি। পরে দুই দফা সময় আরও বাড়ানো হয়।

সোমবার খোঁজ নিয়ে জানা যায়, এখনও অনেক ওয়ার্ড বা ইউনিয়নে পণ্য বিতরণ শেষ হয়নি। তবে কি পরিমাণ পণ্য বিতরণ বাকি রয়েছে তাৎক্ষণিক ভাবে তার কোনো হিসাব পাওয়া যায়নি।

টিসিবি কার্ডপ্রতি ১১০ টাকা লিটার দামে ২ লিটার বোতলজাত তেল, ৬৫ টাকা কেজির দরে ২ কেজি ডাল, ৫৫ টাকা কেজির দরে ১ কেজি চিনি বিক্রি করছে।

আর এখন বাজারে প্রতিলিটার বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১৯২ টাকা, চিনি ৯৫ টাকা কেজি ও ডাল ১০৫ টাকা কেজি।