পুঁজিবাজারে তালিকাভুক্ত এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড তার সহযোগী প্রতিষ্ঠান এল এস্কয়ার লিমিটেডে বিনিয়োগ করবে। এল এস্কয়ারে চার কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি।
বুধবার অনুষ্ঠিত এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের পরিচালনা পর্ষদের ১২৪ তম সভায় এ বিনিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের কোম্পানি সচিব মনির হোসাইন দ্য বিজনেস পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এস্কয়ার নিট আরও দুটি সহযোগী প্রতিষ্ঠানে পূর্বে বিনিয়োগকৃত অর্থের সমপরিমাণ অর্থ প্রতিষ্ঠানগুলো হতে উত্তলোনের মাধ্যমে তা “এল স্কয়ার লিমিটেড” নামক প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হবে।
প্রতিষ্ঠান দুটি হচ্ছে- এস্কয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড ও এস্কয়ার এক্সেসরিজ লিমিটেড।