বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে ছিল গোল্ডেন সন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর বেড়েছে ১৪.৯৪ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৪ দশমিক ১৪ শতাংশ।
ইস্টার্ণ কেবলস লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৩ দশমিক ৬৪ শতাংশ।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, মিরাকল ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ন্যাশনাল টিউবস, নূরানী ডাইং ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড।