সদ্য বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৬৭ কোটি ৯৫ লাখ ৮২ হাজার ৪৮২ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ২০ কোটি এক লাখ ৮৪ হাজার টাকার ৬ টাকার শেয়ার। অর্থাৎ ৩১.৫২ শতাংশ লেনদেন কমেছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫০ দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ কমে ৬ হাজার ২১৫ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১০ দশমিক ২৪ পয়েন্ট কমে ২ হাজার ১৮৯.৬৭ পয়েন্টে নেমেছে।
অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেনকৃত কোম্পনিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ৮০টির। আর অপরিবর্তিত ছিল ২৭৫ টি কোম্পানির শেয়ার দর।
লেনদেনের ৩৯.৭০ শতাংশ ১০ কোম্পনির দখলে-
গত সপ্তাহে ডিএসইতে লেনদেনকৃত ৩৯৯ কোম্পানির মধ্যে ১০ কোম্পানিই মোট লেনদেনের ৩৯.৭০ শতাংশ লেনদেন করেছে। বাকি ৬০.৩ শতাংশ লেনদেন করেছে ৩৮৯ টি কোম্পানি।
কোম্পানিগুলো হলো জেনেক্স ইনফোসিস লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড , লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নাভানা ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ণ হাউজিং, সী পার্ল বীচ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, সামিট অ্যালায়েন্স পোর্ট ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।
বিদায়ী সপ্তাহের জেনেক্স ইনফোসিস লিমিটেড ১৬৬ কোটি ৬১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। এটা ডিএসই’র গত সপ্তাহের লেনদেনের ৮.০৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ১ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৯৮৮ টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৩৫ লাখ ৩৪ হাজার ১৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৭ কোটি ৭৯ লাখ ২৯ হাজার টাকা। এটা ডিএসই’র গত সপ্তাহের লেনদেনের ৫.৭০তাংশ।
বসুন্ধরা পেপার মিলস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৬ লাখ ১১ হাজার ৬৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৮ কোটি ৬২ লাখ হাজার ৩০ হাজার টাকার। কোম্পনিটি গত সপ্তাহের মোট লেনদেনের ৪.৭৭শতাংশ সম্পন্ন করেছে।