প্রচ্ছদ ›› বাণিজ্য

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিক

নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২২ ১৫:৪৪:০৯ | আপডেট: ৩ years আগে
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিক

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থানে ছিল শাইনপুকুর সিরামিকস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৬ লাখ ৫১ হাজার ৫৪টি শেয়ার হাতবদল হয়েছে যার বাজারমূল্য ২৩৬ কোটি ৯ লাখ ১৯ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৫৭ লাখ ১০ হাজার ২৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৬ কোটি ৪০ লাখ ৭৮ হাজার টাকা টাকা।

আইপিডিসি ফিন্যান্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ৬ লাখ ৪ হাজার ৬২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭২ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই হসপিটাল, আরএকে সিরামিকস, মুন্নু ফেব্রিক্স, বিডিকম অনলাইন,বাংলাদেশ শিপিং কর্পোরেশন,স্যালভো কেমিক্যাল ও বিডি ফিন্যান্স লিমিটেড।