প্রচ্ছদ ›› বাণিজ্য

সামাজিক নিরাপত্তায় আরও বরাদ্দ চায় আইসিএমএবি

নিজস্ব প্রতিবেদক
০৭ জুন ২০২১ ১৮:১৭:০১ | আপডেট: ৪ years আগে
সামাজিক নিরাপত্তায় আরও বরাদ্দ চায় আইসিএমএবি

২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট বাস্তবায়নযোগ্য ও সময়োপোযোগী হলেও করোনা পরিস্থিতি বিবেচনায় সামাজিক সুরক্ষায় বরাদ্দ আরও বাড়ানো দরকার বলে মনে করে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।

প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে রোববার সন্ধ্যায় এক ওয়েবিনারে সংগঠনটি এসব কথা বলে।

বাজেট প্রতিক্রিয়ায় সংগঠনটি বলেছে: ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার একটি সময়োপযোগী বাজেট। ৭.২ শতাংশ প্রবৃদ্ধি ও ৫.৩ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা এবং ৬ দশমিক ২০ শতাংশ ঘাটতি বিচেনায়ও বাজেট ইতিবাচক। কারণ, অর্থনীতিকে চাঙা রাখতে এখন ধার করে হলেও সরকারি ব্যয় বাড়াতে হবে।

প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৭ হাজার ৬২৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ বরাদ্দকে কম বলে মনে করে আইসিএমএবি।

বাজেট প্রতিক্রিয়ায় সংগঠনটি আরও বলেছে:  দেশে যতদিন করোনা মহামারি থাকবে, ততদিন বিনিয়োগে গতি আসবে না, কর্মসংস্থানও বাড়বে না। কাজেই অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ৮০ শতাংশ মানুষকে যে কোন মূল্যে টিকা দিতে হবে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। যা মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। প্রস্তাবিত এ বাজেটে ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। যা মোট জিডিপির ৬ দশমিক ২ শতাংশ।

আইসিএমএবির প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিক এফসিএমএ এতে সভাপত্বি করেন। সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদ এফসিএমএ-এর সঞ্চালনায় অপর ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম এফসিএমএ, সচিব কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন এবং কোষাধ্যক্ষ একেএম কামরুজ্জামান এফসিএমএ সহ অন্যারা এতে অংশ নেন।