বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের ছবি ও মনোগ্রাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কম সুদে ও সহজে ঋণ পাওয়ার একটি বিজ্ঞপ্তি প্রচারিত হচ্ছে। যা মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক গভর্নর মহোদয়ের ছবি ও মনোগ্রাম ব্যবহার করে, 'আমরা আপনাকে সর্বনিম্ন সুদে একটি বড় ঋণ প্রদান করব এবং আপনাকে দ্রুততম এবং সহজতম ঋণ প্রক্রিয়া প্রদান করব' বিজ্ঞপ্তিটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে, যা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও জালিয়াতির নামান্তর।
এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।