বর্তমানে দেশের জন্য আরেকটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ। এমতাবস্থায় সামাজিক সুরক্ষার বাজেট বর্তমান স্তর থেকে একটি যুক্তিসঙ্গত পরিমাণে বাড়ানোর জন্য সরকারকে পরামর্শ দিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই)।
রোববার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) এমসিসিআই মিলনায়তনে এমসিসিআই-প্রি পোস্ট বাজেট আলোচনায় “বাংলাদেশ থেকে দুর্বলতা থেকে স্থিতিস্থাপকতা এবং দ্রুত অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন” শীর্ষক আলোচনায় এ পরামর্শ দেন বক্তারা।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি মো: সাইফুল ইসলাম বলেন, মহামারীর প্রভাব ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ২০২২ অর্থবছরে বরাদ্দ ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকায়।
তিনি আরও বলেন, দেশের জন্য আরেকটি চ্যালেঞ্জ হবে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ। এমতাবস্থায় সামাজিক সুরক্ষায় নেট বাজেট বর্তমান স্তর থেকে একটি যুক্তিসঙ্গত পরিমাণে বাড়ানোর পরামর্শ দিচ্ছি।