প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের সামান্য পতনে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২৩ ১৭:৩৬:০৭ | আপডেট: ২ years আগে
সূচকের সামান্য পতনে কমেছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসইতে ৪৯৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১১৩ কোটি ৫০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার ডিএসইতে ৬১২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০০ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পনিগুলোর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৪ টির।