প্রচ্ছদ ›› বাণিজ্য

সালভো কেমিক্যালের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
১৭ মে ২০২২ ২০:০৬:৫৮ | আপডেট: ১ year আগে
সালভো কেমিক্যালের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেলভো কেমিক্যাল লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আয় বেড়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক ফাইলিংয়ে কোম্পানিটি জানিয়েছে, জানুয়ারি-মার্চের মধ্যে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এক বছর আগের তুলনায় ০.১২ টাকা থেকে ১.১৪ টাকা বেড়েছে।

কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) গত জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৩.৪৬ টাকা ছিল। যা জুলাই ২০২০ থেকে মার্চ ২০২১ এ ০.৬৩ টাকায় ছিল। কোম্পানির শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু ছিল চলতি বছরের মার্চ পর্যন্ত ১৪.৯৯ টাকা ছিলো।

কোম্পানিটি বলেছে, বিপুল চাহিদা ও দেশীয় বাজারমূল্যের হার বাড়ার কারণে মোট বিক্রয় বৃদ্ধি পেয়েছে বলে। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর কোম্পানির বিক্রয়, মোট মুনাফা, নিট মুনাফা এবং ইপিএস বৃদ্ধি পেয়েছে।

এদিন, সালভো কেমিক্যালের শেয়ারের দর ডিএসইতে ০.৩২ শতাংশ বেড়ে ৬৩ টাকায় পৌঁছেছে।