প্রচ্ছদ ›› বাণিজ্য

সিলকো ফার্মা ও স্যালভো কেমিক্যালের পর্ষদ সভা ১৬ মে

নিজস্ব প্রতিবেদক
১১ মে ২০২২ ১৪:২৫:৫৮ | আপডেট: ৩ years আগে
সিলকো ফার্মা ও স্যালভো কেমিক্যালের পর্ষদ সভা ১৬ মে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মা লিমিটেড ও স্যালভো কেমিক্যাল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে।

সিলকো ফার্মা সূত্র জানায়, এদিন দুপুর ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এদিকে, স্যালভো কেমিক্যাল লিমিটেডের পর্ষদ সভা শুরু হবে ওইদিন দুপুর ২টা ৪৫ মিনিটে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।