প্রচ্ছদ ›› বাণিজ্য

সুবিধা বাড়ছে হাঁস-মুরগি, মাছ, গবাদি পশুর খাদ্য আমদানির

নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৩ ১৭:৫৫:৪৯ | আপডেট: ২ years আগে
সুবিধা বাড়ছে হাঁস-মুরগি, মাছ, গবাদি পশুর খাদ্য আমদানির

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পোল্ট্রি, মাছ এবং মাংস উত্পাদনে ব্যবহৃত ফিডের উপর সমস্ত কর সুবিধা বাড়ানো হয়েছে।

আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবে, শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রজ্ঞাপন নং ১২৮/২০২০-এ পোল্ট্রি, ডেইরি, মৎস্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ এবং কিছু উপকরণ আমদানিতে ছাড়ের সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর মধ্যে রয়েছে আর্টেমিয়া, সামুদ্রিক শৈবাল এবং দুগ্ধ, পোল্ট্রি এবং হ্যাচারি এবং চিংড়ির খাদ্যে ব্যবহারের জন্য অন্যান্য শেওলা।

সমস্ত আমদানি শুল্ক, অগ্রিম কর, মূল্য সংযোজন কর এবং মোট শুল্ক (যদি থাকে) মাছ, মুরগির খাবার এবং ফিডের উপর থেকে মওকুফ করা হতে পারে।