দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ৩২৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২১ কোটি ১২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৪৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এ দিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ পয়েন্টে।
এছাড়াও আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৩টির।