প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচক ঊর্ধ্বমুখী, দাম বাড়লো ৪ খাতের সব কোম্পানির

নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১৪:৩২ | আপডেট: ৩ years আগে
সূচক ঊর্ধ্বমুখী, দাম বাড়লো ৪ খাতের সব কোম্পানির

পরপর দুই কর্মদিবসে সূচকের পতনের পর সোমবার ঘুরে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ দিন ভ্রমণ খাত ছাড়া সব খাতের কোম্পানির শেয়ার এবং ইউনিটের দাম বেড়েছে। তবে, কমেছে লেনদেনের পরিমাণ। 

ট্যানারি শিল্প, পেপার অ্যান্ড প্রিন্টিং, আর্থিক প্রতিষ্ঠান ও পাট- এ চার খাতের সব কোম্পানির দামই আজ বেড়েছে।

এছাড়া, সূচকের বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, ব্যাংক, খাদ্য, তেল ও বিদ্যুৎ খাত। মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে ৫৪ শতাংশ।

লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৩৯ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে শেষ হয়েছে ১ হাজার ৪৫৩ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৮২ পয়েন্টে পৌঁছেছে।

সোমবার ডিএসইতে গতকালের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। এ দিন ৭৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, গতকাল লেনদেন হয়েছিল ৯১৬ কোটি ২৮ লাখ টাকার।

আজ হাতবদল হওয়া ৩৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৩১৪টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।