প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের উত্থান, কমলো লেনদেন

নিজস্ব প্রতিবেদক
০১ ডিসেম্বর ২০২১ ১৪:৫৬:২৮ | আপডেট: ৩ years আগে
সূচকের উত্থান, কমলো লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সবকটি মূল্য সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। তবে, এদিন গতকালের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৪৭ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩৭ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৮৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজর ১০২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। যা গতকালের চেয়ে ৪৪ কোটি টাকা কম। মঙ্গলবার লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার।

বুধবার লেনদেনে অংশ নেয়া ৩৭৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯৩টির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পনির শেয়ারের দর।