প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও

নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২১ ১৪:৪২:০৩ | আপডেট: ৩ years আগে
সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনও। কয়েক দিনের টানা পতনের পর ডিএসই’র প্রধান মূল্য সূচকের উত্থান এ দিন ছাড়ালো ১০০ পয়েন্ট।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৯১ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে শরিয়া সূচক ডিএসইএস ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭৯ পয়েন্টে। অপর সূচক ডিএস৩০ সাতচল্লিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৬৩ পয়েন্টে।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৮৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের তুলনায় ৭8 কোটি টাকা বেশি। গতদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭ কোটি ৭৫ লাখ টাকার।

এ দিন, লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩১৪টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।