প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের উত্থানে ওষুধ, খাদ্য ও প্রযুক্তি খাত

নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ ২০২২ ১২:০৫:২৬ | আপডেট: ৩ years আগে
সূচকের উত্থানে ওষুধ, খাদ্য ও প্রযুক্তি খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন। এদিন ফার্মাসিউটিক্যালস, আইটি ও খাদ্যসহ বেশ কয়েকটি খাতের কোম্পনিগুলোর মধ্যে দর বেড়েছে প্রায় ৫০ শতাংশের।

দুই ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয় ৬ হাজার ৭৫৪ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে পৌঁছায় ১ হাজার ৪৫৮ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ৪৬৩ পয়েন্টে।

এ সময়ে ডিএসইতে ৩০৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।