সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। সেই সাথে বেড়েছে লেনদেন।
এ দিন টেলিকমিউনিকেশন, বিবিধ এবং জ্বালানি খাতের কোম্পানিগুলোর দাম বেড়েছে। বিপরীতে কমেছে ব্যাংক ও বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ার দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে ৯৬০ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিলো ৬৬২ কোটি ৬১ লাখ টাকার। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৯৮ কোটি ১৮ লাখ টাকার।
আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২৫.২৫পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৭২.১৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৯.২৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩০১ দশমিক ৯১ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৬০ টির, কমেছে ১৫৯ টির এবং অপরিবর্তীত রয়েছে ৬৩ টি কোম্পানির শেয়ার দর।